একদিন খুঁজে নেবো পথ [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

খুঁজে নেবো পথ,


একদিন না একদিন,


রেখে যাবো ছাপ,


মহান কোনও মনীষীর মতন।

 

 

পড়বে না মোর পায়ের চিহ্ন যখন,


আমার না থাকা কাঁদাবে তোমায় জেনো,


হৃদয় তোমার শিশুর মত গুমরে কাঁদলেও,


ফিরে আসা আর হবে না আমার!


 

আমি যে তখন অনেক দূরে, ঐ পারে বসে,

 

হয়তো ভিজবে নয়ন আমারও অশ্রুজলে!