তোর প্রেমের কসম,
জনমের পর হলে জনম,
থাকবো আমি তোর,
হয়ে প্রেমের ভোর!
তুই যে আমার স্বপ্ন,
করবো সবই তোর জন্য,
থাকিস পাশে আমার শুধু,
করবো তোকে আমার বধূ!
তোর প্রেমের কসম,
জনমের পর হলে জনম,
থাকবো আমি তোর,
হয়ে প্রেমের ভোর!
তোকে ছাড়া জীবন আমার,
মরুর মতন হাহাকার,
শত কামনায় শত বাসনায়,
মন শুধু তোরে চায়!
তোর প্রেমের কসম,
জনমের পর হলে জনম,
থাকবো আমি তোর,
হয়ে প্রেমের ভোর!