চাঁদ ও তারাদের প্রেমে [দশপদী গল্পিতা: গল্প + কবিতা]

ছেলেবেলায় বিদ্যুৎ চলে গেলে,

 

শীতল পাটি হাতে যেতাম মাঠে চলে,

 

ঘুটঘুটে অন্ধকারে প্রচণ্ড গরমে,

 

দিতাম পাটি বিছিয়ে মাঠে। 

 

 

পাটিতে শুয়ে সুমিষ্ট হাওয়ায়,

 

রইতাম ঐ বিশাল ও বিস্ময়ে ভরা আকাশে চেয়ে,

 

টিভিতে ‘আলিফ লায়লা’ দেখতে না পারার সাধ,

 

হতো পূরণ আকাশের দৃষ্টিনন্দন চাঁদ ও তারা দেখে! 

 

 

নয়ন ও প্রাণভরে আকাশের সৌন্দর্য দেখার পরে, 

 

হৃদয় হতো পূর্ণ স্রষ্টার প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসায়!

View kingofwords's Full Portfolio