মনে পড়ে সেই দিনের কথা [দশপদী গল্পিতা: গল্প + কবিতা]

মনে পড়ে সেই দিনের কথা,


মৎস্য শিকার প্রতিযোগিতায় যাওয়া,


আমরা ভাইরা মিলে,


সেই আনন্দ, সেই উত্তেজনা!


 

পুকুরে বড়শি ফেলে সীমাহীন অপেক্ষায় থাকা,


অপলক দৃষ্টিতে প্রেমিক তার প্রেমিকাকে দেখার মত!


যদি সুতোয় টান পড়ে,


যদি কোনও বড় মাছ টোপ গিলে!


 

সকাল গড়িয়ে সন্ধ্যার গহ্বরে পড়ে,

 

বড় মাছের দেখা মিলে না আর!

View kingofwords's Full Portfolio