সে নীরবে এসে [দশপদী গল্পিতা: গল্প + কবিতা]

সে নীরবে এসে,


অনেকটা মিষ্টি হাওয়ার মত,


কানে কানে বললো আমায়,


ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি!


 

আমি যারপরনাই আবেগাপ্লুত হয়ে,


ঠিক যেন রোমিওর মত পরম আবেগে,


চাইলাম জড়িয়ে ধরতে তাকে,


লোকচক্ষুর ভয়ে সেই সাধকে সমাধিস্ত করলাম!


 

বিদায়ের কালে আড়চোখে তাকালো সে যখন,

 

মোহাবিষ্টের মত অপলক রইলাম চেয়ে, মুচকি হেসে!

View kingofwords's Full Portfolio