স্বপ্ন বিলিয়ে যাই [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

ফেরিওয়ালার মতন স্বপ্ন বিলিয়ে যাই,


বিনিময়ে চাই না কিছুই,


স্বপ্ন যদি স্বপ্ন দেখায়,


তবেই সার্থক সাধনা, সার্থক জীবন!


 

দি ওল্ড ম্যান এন্ড দ্যা সি-র কিংবা,


দি আলকেমিস্ট এর সেন্টিয়াগোর মত,


ছুটবো সদা প্রাণপণে,


ধনুকের বুক থেকে ছুটে তীর যেমন!


 

পড়বে মোর পায়ের চিহ্ন যতদিন এ ধরায়,

 

ঘুরবো আমি সুখে, স্বপ্নের ফেরি করেই।

View kingofwords's Full Portfolio