ছোটবেলায় ভীষণ শখ ছিল,
এয়ারগান দিয়ে করবো পাখি শিকার,
বাবাও আমার নাছোড়বান্দা অবস্থা দেখে,
অনুরোধে ঢেঁকি গিললেন শেষে!
যেদিন প্রথম সেই বন্দুক পেলাম হাতে,
আমি পঙ্খিরাজে চড়ে যেন ভাসলাম হাওয়ায়!
ভালো করে নিয়মকানুন জেনে,
শৌখিন রাজার মত বেরিয়ে পড়লাম পাখি শিকারে!
পরীক্ষামূলকভাবে প্রথম একটি গুলি ছুড়লাম,
কিন্তু হায়! লাগলো গিয়ে সেটি এক পথচারীর গায়!