সাদা মনে খুঁজি সদা,
সাদা মনের মানুষ,
মানুষ মেলা বড় দায়,
মানুষের নাই হুঁশ!
মুখে হাসি দিলে বিষ,
একটিং করে অহর্নিশ,
মুখের নামে মুখোশ পরে,
মানবতা ধ্বংস করে!
সাদা মনে খুঁজি সদা,
সাদা মনের মানুষ,
মানুষ মেলা বড় দায়,
মানুষের নাই হুঁশ!
নামে প্রাণী কাজে নয়,
মনে বড় সংশয়,
কোথায় নিয়ে যাচ্ছে ওরা,
আমাদের এই বসুন্ধরা?
সাদা মনে খুঁজি সদা,
সাদা মনের মানুষ,
মানুষ মেলা বড় দায়,
মানুষের নাই হুঁশ!