শত বছর পরে,
পড়বে কি আমায় মনে?
গাইবে কি গানটি আমার সুরে?
ফিরবে কি নামটি জনে জনে?
আমি কর্মে বাঁচতে চাই,
বয়সে নয় ভাই,
মানবের তরে করি কাজ,
হারি জিতি নাহি লাজ,
শত বছর পরে,
পড়বে কি আমায় মনে?
গাইবে কি গানটি আমার সুরে?
ফিরবে কি নামটি জনে জনে?
করি না স্বর্গের লোভ,
নাই কোনও ক্ষোভ,
চাই সবার দোয়া আমি,
এ যে ভীষণ দামি!
শত বছর পরে,
পড়বে কি আমায় মনে?
গাইবে কি গানটি আমার সুরে?
ফিরবে কি নামটি জনে জনে?