আজও তোমায় মনে পড়ে! [অন্ত্যমিলহীন বিশপদী কবিতা]

আজও তোমায় মনে পড়ে!


যখন আকাশে ছাইরঙা মেঘ দেখি,


কিংবা গোধূলিলগ্নে কমলার মত আকাশ,


যখন বৃষ্টি ছুঁই, মনে হয় যেন তোমায় ছুঁয়ে যাই!


 

পিচ কালো অমাবস্যায়,


কখনো কখনো জোনাকি পোকা দেখে যায়,


হয়তো জোনাকিও চায় যেন তাকে দেখে ভাবি তোমায়,


মনে আছে- জোনাকি ধরে দিয়েছিলাম মুঠোয় তোমার!


 

সাগরের নীল জলে তোমার দেখা মিলে!


পাই খুঁজে তোমায় ফুলের সুমিষ্ট সুবাসে!


যখন প্রেমের কবিতা লিখতে বসি,


কৃষ্ণচূড়ার তলে বসে তোমার কবিতা পাঠ মনে পড়ে।


 

পথ চলতে লাল গোলাপ পড়লে চোখে,


মনে হয় যেন সে ডাকছে আমায় কাছে,


করছে জিজ্ঞেস তোমার কথা!


আমি সাহস করে যাই না গোলাপের কাছে!


 

আমি নদী তীরে একলা হাঁটি যখন,


বটবৃক্ষের নিচে ঠায় বসে রই,


মহীরুহের ডালে কান্নামিশ্রিত কণ্ঠে কোকিল ডাকে,

 

সেও চায় তোমায় আমার পাশে, সশরীরে না হলেও ছায়া হয়ে!

View kingofwords's Full Portfolio