তোমার ঐ কালো চুলে,
আছে জাদু আছে,
যেন ময়ূর পেখম মেলে,
ধিনধিনিয়ে নাচে!
তোমার ঐ রূপের মায়ায়,
তোমার ঐ হাসির ছটায়,
মন আমার হাওয়ায় উড়ে,
দিনরাত বারেবারে!
তোমার ঐ কালো চুলে,
আছে জাদু আছে,
যেন ময়ূর পেখম মেলে,
ধিনধিনিয়ে নাচে!
আসো রাতে স্বপ্ন হয়ে,
মিষ্টি প্রেমের বার্তা নিয়ে,
দাও মন পাগল করে,
যেয়ো না কভু সরে,
তোমার ঐ কালো চুলে,
আছে জাদু আছে,
যেন ময়ূর পেখম মেলে,
ধিনধিনিয়ে নাচে!