ছাড়বো না হাল আমি! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

ছাড়বো না হাল আমি!


ছাড়বোই এর শেষ দেখে,


নিজের অধিকার আদায়ে,


পড়বো ঝাঁপিয়ে ক্রোধান্বিত সিংহের মত!


 

কারণ আমিতো কোনও অন্যায় করিনি,


করিনি অন্যের অধিকার হরণ,


ঠকাইনি কাউকে জোচ্চোরের মত,


তবে কেন মুখ বুজে সহ্য করবো অবিচার?


 

সাপের মতন ফণা তুলতে আমরাও জানি!


অন্যায় করে পার পেয়ে যাওয়া নয় সহজ আর!

 

 

View kingofwords's Full Portfolio