মনের আড়াল হলে তুমি,
পারবো না বাঁচতে আমি,
বুঝেও কেন বোঝো না?
এ জ্বালা প্রাণে সহে না!
গেলে চাঁদ মেঘের আড়ালে,
কষ্ট পড়ে আকাশের গালে,
না দেখলে তোমায় তেমন,
করে মন শুধু উচাটন!
মনের আড়াল হলে তুমি,
পারবো না বাঁচতে আমি,
বুঝেও কেন বোঝো না?
এ জ্বালা প্রাণে সহে না!
মনের খাতায় একটি নাম,
প্রেমের গোলাপ তোমায় দিলাম,
ভোরের স্নিগ্ধ আলো তুমি,
শুধু তোমাকেই চাই আমি,
মনের আড়াল হলে তুমি,
পারবো না বাঁচতে আমি,
বুঝেও কেন বোঝো না?
এ জ্বালা প্রাণে সহে না!