অভিমানী তুমি, যাও রেগে শুধু,
কারণে বা অকারণে,
বুঝি না তোমার মন,
করো হেঁয়ালি ক্ষণে ক্ষণে!
যদি না করো বিশ্বাস,
যদি আস্থা না থাকে,
তবে বাসলে কেন ভালো?
যাও না বলে আমাকে!
অভিমানী তুমি, যাও রেগে শুধু,
কারণে বা অকারণে,
বুঝি না তোমার মন,
করো হেঁয়ালি ক্ষণে ক্ষণে!
জানি না যেন তুমি,
করছো তুমি এমন আচরণ?
রেখো জেনে মেয়ে,
নই আমি তোমার কষ্টের কারণ!
অভিমানী তুমি, যাও রেগে শুধু,
কারণে বা অকারণে,
বুঝি না তোমার মন,
করো হেঁয়ালি ক্ষণে ক্ষণে!