নিজেকে দেখি [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

আমি নয়ন খুলি যখন,


দেখি আমি অন্যকে,


আমি নয়ন বুজি যখন,


দেখি নিজেকে আমি!


 

ধ্যানের মহিমা বুঝে যে জন,


আলোর দেখা পায় সে ঠিকই,


ধৈর্য ও ত্যাগের পথে,


জ্ঞান স্বর্গের মতন রয় অপেক্ষায়!


 

আমি চাই ছুঁতে সেই আলো,


আমি চাই সেই স্বর্গ পেতে!

 

 

View kingofwords's Full Portfolio