বিজয়ের গান ঐ শোনা যায়!
শুনতে কি পাও?
বিজয়ের গান মন মাতায়!
ইচ্ছেমতন শুনে নাও!
বিজয় দিবসে বিজয়ের সুরে,
কণ্ঠে ধরো গান,
বিষাদময় আঁধারের পরে,
কষ্ট হলো ম্লান!
স্বাধীন দেশে স্বাধীন মোরা,
আনন্দে তাই নাচছে ধরা!