১৬ই ডিসেম্বর [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

১৬ই ডিসেম্বর, বিজয় দিবস,


ইতিহাসের পাতায় আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের মত,


চির অম্লান একটি দিন!


ফসল আমাদের সাহসিকতার, আমাদের ভালোবাসার!


 

বিজয় দিবস মানেই স্বাধীন পতাকা,


বিজয় দিবস মানেই স্বাধীন দেশ,


বিজয় দিবস মানেই মুক্ত বাতাস,


বিজয় দিবস মানেই মুক্তির স্বাদ!


 

১৯৭১ এ যুদ্ধ শেষে জন্মিল যে দেশ,

 

নামটি তার তোমার আমার ভালোবাসার বাংলাদেশ!

View kingofwords's Full Portfolio