বিজয়ের কালে [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

বিজয়ের কালে,


বিজয়ের ক্ষণে,


হৃদয়ে কষ্টের বন্যা যায় বয়ে,


পাই আবার স্বর্গীয় প্রশান্তির ছোঁয়া!


 

তাদের রক্ত বৃথা যায়নি,


তাদের বলিদান বৃথা যায়নি,


তাদের দেশপ্রেম বৃথা যায়নি,


তাদের কেউ কখনো ভুলেনি!


 

তারা শহীদ, চির অমর তারা!

 

পরম শ্রদ্ধ্যেয়, মহামানবের চেয়েও মহান!

View kingofwords's Full Portfolio