নাও ছাড়িয়া দে...!
মাতাল এই হাওয়াতে,
ঢেউয়ের সাথে সাথে,
মন ভাসাইয়া দে!
তীর ছাড়িয়া দূরে যাই,
যেন নদীর সীমা নাই!
পানির টানে, পানির মায়ায়,
উতলা মন হারায়ে যায়!
নাও ছাড়িয়া দে...!
মাতাল এই হাওয়াতে,
ঢেউয়ের সাথে সাথে,
মন ভাসাইয়া দে!
ঘাটের কাছে সুধাই আজ,
কাজে নেই কোনও লাজ,
নদী মায়ের বুক চিড়িয়া,
আনি মোরা মাছ ধরিয়া!
নাও ছাড়িয়া দে...!
মাতাল এই হাওয়াতে,
ঢেউয়ের সাথে সাথে,
মন ভাসাইয়া দে!