যখন শুন্য মনে হয়! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

যখন শুন্য মনে হয়,


তোমার বহির্জগত,


তোমার অন্তর্জগত,


চোখ দুটো বুজে দেখো আমায় কল্পনায়!


 

যখন অমাবস্যার কালো উত্তরীয়,


দেয় ঢেকে তোমার সুন্দর মনের আকাশটাকে,


শুধু একটিবার ঐ তারাভরা আকাশটার পানে চেয়ে,


ভেবো আমায় তুমি, আসবো চলে বজ্রের মতন ধেয়ে!


 

প্রজাপতি যেমন ফুলের গায়ে দেয় না আচর কোনও,

 

তোমার মনেও দেবো না কষ্টের আচর কোনও, জেনে নিও!

View kingofwords's Full Portfolio