যখন শুন্য মনে হয়,
তোমার বহির্জগত,
তোমার অন্তর্জগত,
চোখ দুটো বুজে দেখো আমায় কল্পনায়!
যখন অমাবস্যার কালো উত্তরীয়,
দেয় ঢেকে তোমার সুন্দর মনের আকাশটাকে,
শুধু একটিবার ঐ তারাভরা আকাশটার পানে চেয়ে,
ভেবো আমায় তুমি, আসবো চলে বজ্রের মতন ধেয়ে!
প্রজাপতি যেমন ফুলের গায়ে দেয় না আচর কোনও,
তোমার মনেও দেবো না কষ্টের আচর কোনও, জেনে নিও!