চুল পাকলেও মন পাকে না! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

মানুষের চুল পাকে ঠিকই,


তবে মন পাকে না!


মনের হয় না বয়স কোনও,


মন বাতাসের মতই যৌবনপ্রাপ্ত সদা!


 

দেহের বয়সের কাছে,


হেরে গেলে মন তোমার,


যাবে হেরে তুমি চিরতরে,


যাবে হেরে তোমার অস্তিত্ব!


 

আবারো বলছি শোনো মন দিয়ে!

 

চুল পাকলেও মন পাকে না!