হয়তো সে মার্ক এন্টোনির মতন,
জড়িয়েছিলো পরকীয়া প্রেমে,
হয়তো সে করেছে অগণিত ভুল,
তবুও তো সে মানুষ, ক্ষমার যোগ্য!
অনুতাপের অনলে দিবা নিশি জ্বলে,
বিবেকের সীমাহীন দংশনে কাতর হয়ে,
চায়নি কি সে ক্ষমা বলো?
তবে কেন তোমার পাষাণের মতন আচরণ?
অশ্রুসিক্ত নয়নে বিদায়ের কালে,
তাকাওনি ফিরে তার পানে, একটিবার!