তোমার রূপের আকর্ষণে,
কারণে অকারণে,
হন্যে হয়ে যাই ছুটে,
তোমার ঐ মানস পটে!
রূপের মাধুরী মিশিয়ে,
মায়ার বাঁধনে জড়িয়ে,
নিয়েছো প্রেমের গলিতে,
সকাল সন্ধ্যা রাতে!
তোমার রূপের আকর্ষণে,
কারণে অকারণে,
হন্যে হয়ে যাই ছুটে,
তোমার ঐ মানস পটে!
ভালোবাসা কারে কয়,
জেনেছি আমি নিশ্চয়,
তোমার প্রাণের কাছে,
আমার প্রাণটি আছে!
তোমার রূপের আকর্ষণে,
কারণে অকারণে,
হন্যে হয়ে যাই ছুটে,
তোমার ঐ মানস পটে!