"আমার বিনীত অভিমত হচ্ছে- শিশুর নাম অযথা দীর্ঘ না রেখে দুই শব্দের হলেই ভালো। যেমন, কারো নাম আলিফ চৌধুরী হলে আলাদা ডাকনাম রাখার প্রয়োজন নেই; তাকে আলিফ নামেই ডাকা যায়।"
- শব্দরাজ