আসলে আসুক ঝড় তবু,
ছেড়ো না এ হাত কভু,
আগলে রেখো বুকে,
সুখে কিংবা দুঃখে!
শীতের মাঝে উষ্ণতা হয়ে,
এসো কাছে মোর,
স্নিগ্ধ রাতের শেষে,
দেখবো দুজনে ভোর!
আসলে আসুক ঝড় তবু,
ছেড়ো না এ হাত কভু,
আগলে রেখো বুকে,
সুখে কিংবা দুঃখে!
সন্ধ্যের শীতল হাওয়ায়,
মাতবে সুখের খেলায়,
দেখে তোর খোলা চুল,
রাত ভেবে হয় ভুল,
আসলে আসুক ঝড় তবু,
ছেড়ো না এ হাত কভু,
আগলে রেখো বুকে,
সুখে কিংবা দুঃখে!