স্বস্তি

প্রজাপতি লাল গোলাপের পাপড়িতে বসে,


যেরকম আনন্দ পায়,


যেমন করে তার রঙিন পাখা আরও রঙিন হয়,


তোমায় হাসতে দেখে ঠিক তেমন স্বস্তি পেয়েছি আমি!


 

তোমার ঠোঁটের কোণে একটু হাসির ছটা,


সূর্যরশ্মির মতই দারুণ,


সে সুমিষ্ট হাসি আমার নয়ন ভেদ করে,


সোজা গিয়ে হৃদয়ে পৌঁছে যায়!


 

তোমার স্তুতি, তোমার বন্দনা যত করি,

 

ততই মনে হয় যেন যথেষ্ট নয়, আরও করা চাই!

View kingofwords's Full Portfolio