নীলাভ নীলিমায় চলো না হারাই!
যেথায় নাই কোনও বাধা নাই,
চাও যদি যেতে,
রাখো হাত এই হাতে!
পাবে স্বর্গের দেখা,
হবে স্বপ্ন লেখা,
বিশ্বাস থাকে যদি,
চলো যাই নিরবধি!
নীলাভ নীলিমায় চলো না হারাই!
যেথায় নাই কোনও বাধা নাই,
চাও যদি যেতে,
রাখো হাত এই হাতে!
মিষ্টি রোদ এসে,
ছোঁবে তোমায় ভালোবেসে,
তোমার খোলা চুলে,
বাতাস যাবে খেলে,
নীলাভ নীলিমায় চলো না হারাই!
যেথায় নাই কোনও বাধা নাই,
চাও যদি যেতে,
রাখো হাত এই হাতে!