তোমার কষ্টে কাঁদি,
কাঁদে অন্তর, কাঁদে বাহির,
কারণ শুধু একটাই,
আমি যে তোমাকে বড় বেশি ভালোবাসি!
তোমার কি মনে পড়ে,
সেই কবে গিয়েছিলাম একসাথে সমুদ্র মন্থনে?
তুমি আনন্দে আমার বাম হাতটি ধরে,
হেসেছিলে স্বর্গীয় উল্লাসে ঠিক নিষ্পাপ শিশুর মত!
আমি রোবটের মত স্থির থেকে দেখেছিলাম সে হাসি,
মনে হয়েছিল যেন স্বর্গ পেয়েছি হাতে, সত্যি!