তিক্ত ভাবনারা ক্যান্সারের মতন,
খায় কুঁড়ে কুঁড়ে হৃদয়ের স্বস্তি যত,
মহাকাশ হতে উড়ে আসা,
কোনও উল্কার মতন পড়ে যাই যেন!
পতন হয়, হয় উত্থানও,
নদীতীরের ভাঙা আর গড়ার মত,
এ যেন এক অন্তহীন খেলা,
শুধু মায়া আর মায়া!
ভাবনারা আসে যায়- ‘স্ট্রিম অব কন্সাসনেস’!
ভাবনাদের নিরন্তর আসা যাওয়া যায় কি আটকানো?