স্বপ্নেরা মেলে ডানা,
সময়ের তালে তালে,
তোমার আছে জানা,
হৃদয়ের অন্তরালে!
আমার স্বপ্ন তুমি,
আমার প্রাণের প্রাণ,
তোমার জন্য আমি,
গাই প্রেমের গান!
স্বপ্নেরা মেলে ডানা,
সময়ের তালে তালে,
তোমার আছে জানা,
হৃদয়ের অন্তরালে!
প্রেমের তরীতে চড়ে,
স্বপ্নের কিনারা ছোঁব,
তোমার হৃদয় জুড়ে,
আমি বেঁচে রবো!
স্বপ্নেরা মেলে ডানা,
সময়ের তালে তালে,
তোমার আছে জানা,
হৃদয়ের অন্তরালে!