রহস্যের আরেক নাম তুমি

রাতের গভীরে যত না রহস্য আছে লুকিয়ে,


তার চেয়ে শত সহস্র গুণ বেশি রহস্য,


আর মায়ার বসবাস ঐ হৃদয়ে তোমার,


যেন মায়াজালে ঘেরা নব্য ভূমিষ্ট দ্বীপ তুমি!


 

বীজগণিতের সূত্রের মতন যায় না তোমায় প্রমাণ করা!


নীল সমুদ্রের গহীনতম অন্ধকার তলে লুকোনো,


কোনও প্রাচীন ফসিলের মতন তুমি গোপনীয়তায় ঢাকা!


তোমাকে বুঝতে পারা নোবেল পুরস্কার প্রাপ্তির সমতুল্য!


 

ফুলের মতন প্রস্ফুটিত হয়ে দাও ধরা,

 

সূর্য রশ্মির মতন প্রকাশ্যে যাও হৃদয় ছুঁয়ে!