চেষ্টার নেই বিকল্প কোনও,
চেষ্টার ফল দেরীতে আসলেও,
মধুর মতন সুমিষ্ট হয় তা,
চেষ্টাই প্রাণীকুলের চিরন্তন কর্ম!
প্রকৃতিতে কোনও কিছুই বসে নেই,
সবকিছুই ছুটছে, সবকিছুই চলমান,
প্রকৃতি অলসতাকে বাসে না ভালো,
প্রকৃতি ‘কাজ’ পাগল বললেও অত্যুক্তি হবে না!
চেষ্টা করে ব্যর্থ হলেও ক্ষতি নেই,
সেই ব্যর্থতাতেও লুকোনো থাকে সফলতার বীজ!