জীবনের অংক কারো মেলে, কারো মেলে না,
যার মেলে, সে পায় স্বর্গ হাতে,
যার মেলে না, জীবন হয় নরক তার,
প্রায় সকলেই অংক যায় কষে, মিলবে কভু এই আশায়!
অংক কষতে কষতে কেউ ছাড়ে হাল,
কারো পালে বয় আশার মৃদুমন্দ বাতাস,
জীবন থামে, ট্রেন স্টেশনে থামার মতন,
জীবন আবার চলে ঘূর্ণায়মান পৃথিবীর মতন!
হয়তো সব অংক মিলে না বলেই,
জীবন এতো সুন্দর, এতো মনোমুগ্ধকর!