রঙের এই দুনিয়ায়,
মানুষ চেনা বড় দায়!
ভালোরে লাগে কালো,
কালরে লাগে ভালো!
দ্বিধা আর দ্বন্দ্বের মাঝে,
ঘুরে ভাই জীবনের চাকা,
নানান মতলব আর কাজে,
খায় যে সবাই ধোঁকা!
সহজে কি মানুষ চেনা যায়?
রঙের এই দুনিয়ায়,
মানুষ চেনা বড় দায়!
মাস ঘুরে আসে মাস,
বছর ঘুরে বছর আসে,
মনরে তুই কি চাস?
পাবিরে তুই সুখ কিসে?
মন তোরে বোঝাতো না যায়!
রঙের এই দুনিয়ায়,
মানুষ চেনা বড় দায়!