পরিত্রাণের খোঁজে প্রায় সকলে,
কেউ চায় বিপদমুক্ত হতে,
কেউ আবার চায় মুক্তি দেহ হতে,
গৌতম বুদ্ধের মতন!
পরিত্রাণ চাইলেই কি আর যায় পাওয়া?
বিধির লিখন কি আর যায় খণ্ডানো?
কর্মফলের এই অদ্ভুত চক্রের জালে,
সবাই পড়ে, ঘুরে জীবন ও মৃত্যুর চাকা!
স্রষ্টার প্রেমে পড়লে যে মানসিক প্রশান্তি মিলে,
হয়তো ‘পরিত্রাণ’ তাকেই বলে, কে জানে?