এ জগত, গোটা সৌরজগত,
মায়ার খেলা বই নয় কিছুই!
গ্যালাক্সির পর গ্যালাক্সি আসে,
বিস্ফোরণ ঘটে পারমাণবিক বোমার চেয়েও অধিক!
সংসার নামক এ লীলাখেলায়,
যে যার মতন অভিনয় করে যায়!
কেউ হাসতে হাসতে যায় ওপারে,
কেউ বা আবার কেঁদে!
জন্মিলে একবার এ ভবে,
প্রস্থান কি যায় এড়ানো?