নিজেকে কি মনে করো?
যখন ইচ্ছে আবর্জনার মত ছুড়ে ফেলবে?
যখন ইচ্ছে লক্ষ্মী প্রেমিকার মত কাছে নেবে টেনে?
আমিও মানুষ, তোমার হাতের পুতুল নই!
নই তোমার কেনা দাস কোনও!
কিংবা পৈতৃক সম্পত্তি,
আমারও মনুষ্যত্ব আছে, আছে বিবেক,
আত্মসম্মানে ঘা লাগলে আগুন হয়ে জ্বলি!
সম্মান দিতে না পারো, অন্তত অপমান করো না,
ইট মারলে পাটকেল খেতে হয়, নিশ্চয়ই আছে জানা!