যত দোষ নন্দ ঘোষ!
সব দোষ কি আমারই?
মিষ্টি বাতাস তোমায় ছোঁয়,
তুমি নীরব থাকো, আমি ছুঁলেই দোষ?
টিকটিকি তোমার নগ্ন দেহ দেখতে পায়,
বৃষ্টি তোমার সর্বাঙ্গে রেখে যায় সিক্ততার স্বাক্ষর!
তোমার নিদ্রা ভঙ্গ হয় সূর্যের আলোর স্পর্শে,
অথচ আমি হাত ধরলেই বজ্রপাতের মত চমকে ওঠো!
প্রজাপতি তোমার গালে এসে চুমু খায়!
করেছো কি কভু বারণ তাকে? যত দোষ নন্দ ঘোষ!