ও নদী রে!
যাস না একটু শুনে!
আমায় সঙ্গে করে,
নে না কোনওখানে!
লাগে না ভালো আমার,
যায় না সময় বয়ে,
কি যে হলো আমার,
রই তোর পানে চেয়ে?