আঁধার রাতে বসে আছি,
অরণ্যের কাছাকাছি,
বসে না মন কিছুতেই,
আমি যেন নেই আমাতেই!
যেদিন গেলো সে চলে,
আমাকে একলা ফেলে,
জীবনের চাকা গেছে থেমে,
কষ্ট পেয়েছি শুধু প্রেমে!
আঁধার রাতে বসে আছি,
অরণ্যের কাছাকাছি,
বসে না মন কিছুতেই,
আমি যেন নেই আমাতেই!
হতাশা দিয়েছে আজ ঢেকে,
আমার সকল স্বপ্নকে,
কেন যে ভাঙলে মন হৃদয়হীনা?
জানি না আজও জানি না!
আঁধার রাতে বসে আছি,
অরণ্যের কাছাকাছি,
বসে না মন কিছুতেই,
আমি যেন নেই আমাতেই!