কলমিলতা শুয়ে আছে,
শুয়ে আছে পুকুরের পানিতে,
বিছানায় শুয়ে থাকা গাঁয়ের বধূর মত,
সবুজ, সতেজ, শীতল কলমিলতা!
মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস দেয় দোলা তারে,
প্রেমিক দেয় প্রেমিকার মনে দোলা যেমন করে,
রাজহাঁসের পাল সাঁতার কাটতে কাটতে তারে যায় ছুঁয়ে,
কলমিলতা বাসররাতে অপেক্ষারত বধূর মত লাজে মরে!
ফুলের মতন এ ক্ষণস্থায়ী জীবনে,
কলমিলতা যায় বিলিয়ে নিজেরে, চিরতরে!