যাবে যদি চলে,
কেন প্রেম দিলে?
কেন করলে খেলা?
দিলে মনে জ্বালা!
প্রেমের নামে শুধু দিয়ে গেলে কষ্ট,
ঢেলেছো বিষ মনে, করেছো সব নষ্ট!
বিশ্বাসের নামে দিয়েছো ধোঁকা,
প্রেমের নামে বানিয়েছো বোকা!
পাবে বিচার তুমি জেনো,
ছলনাময়ী তুমি, পথভ্রষ্ট!
প্রেমের নামে শুধু দিয়ে গেলে কষ্ট,
ঢেলেছো বিষ মনে, করেছো সব নষ্ট!
সবকিছু কেড়ে নিয়ে হায়,
করেছো আমায় অসহায়!
জানি না কি লাভ তোমার!
করেছো মনটাকে পদতলে পিষ্ট!
প্রেমের নামে শুধু দিয়ে গেলে কষ্ট,
ঢেলেছো বিষ মনে, করেছো সব নষ্ট!