দিয়েছো দুঃখ ব্যথা সিমাহীনভাবে,
মীর জাফর দিয়েছে যেমন সিরাজউদ্দৌলাকে
তিলে তিলে নিয়েছো কেড়ে হৃদয়ের সুখানুভূতি যত,
ঐপনিবেশিকদের মতন নির্দয়তার সাথে।
কি ছিলাম, কিসে হয়েছি পরিণত?
ছিলাম অরণ্যের মতন,
বানিয়েছো ধূধূ মরুভূমি!
তারপরও নেই মনে দুঃখ কোনও।
কারণ আমি জানি মীর জাফরদের পরিণতি করুণ সদা,
ইতিহাস সাক্ষী তার, ইতিহাস কথা কয়!