তোমার ঐ চোখের তারায়,
থাকতে দিও আমায়,
পরাণের সাথে মিলবে পরাণ,
ভাঙবে তোমার যত মান অভিমান!
আমার মন মন্দিরে দেই পূজো,
তোমার শুধুই তোমার ওগো,
যদি মনের গহীনে খুঁজো,
পাবে ঠিকই প্রেমের দূর্গ!
তোমার ঐ চোখের তারায়,
থাকতে দিও আমায়,
পরাণের সাথে মিলবে পরাণ,
ভাঙবে তোমার যত মান অভিমান!
এ জীবনে চেয়েছি শুধু যে তোমায়,
যুগে যুগে থেকো পাশে সাথী হয়ে,
রেখো স্বর্গ সুখে আমায় ভালোবাসায়,
যেয়ো না দূরে আমায় ছেড়ে দিয়ে,
তোমার ঐ চোখের তারায়,
থাকতে দিও আমায়,
পরাণের সাথে মিলবে পরাণ,
ভাঙবে তোমার যত মান অভিমান!