প্রচণ্ড বৃষ্টিতে বাসা হলো নষ্ট,
চড়ুই পাখির তাই অনেক কষ্ট!
চড়ুই পাখি কাঁদে বসে একলা,
বেদনা তার যায় না মুখে বলা!