তোমার দেখা পেলে,
ভাসি আমি মেঘ হয়ে,
তোমার নয়ন জলে,
ভিজি আমি দুঃখ হয়ে!
আকাশের ঐ চাঁদ হয়ে,
দাও আলো আমার মনে,
আমি সুখের প্রদীপ নিয়ে,
যাই ছুটে তোমার পানে।
যাবো তোমায় ছুঁয়ে ছুঁয়ে!
তোমার দেখা পেলে,
ভাসি আমি মেঘ হয়ে,
তোমার নয়ন জলে,
ভিজি আমি দুঃখ হয়ে!
জনম জনম তোমার তরে,
থাকবো না হয় অপেক্ষায়,
নেবো ঘরে বধু করে,
তোমায় আমি ভালোবাসায়!
তোমার দেখা পেলে,
ভাসি আমি মেঘ হয়ে,
তোমার নয়ন জলে,
ভিজি আমি দুঃখ হয়ে!