“মানুষ মানুষের জন্যে!
জীবন জীবনের জন্যে”,
একে অন্যের প্রতি সহযোগিতার হাত,
প্রসারিত করাকেইতো মানবতা বলে।
আমরা নিজেদেরকে ‘মানুষ’ নামে পরিচয় দেই,
কিন্তু মনুষ্যত্ব না থাকলে কি তাকে মানুষ বলা যায়?
পশুর চেয়েও অধম আজ আমাদের মতন মানুষেরা!
স্বার্থপরতা আর দুর্নীতির মহোৎসবে মেতেছি সবাই!
অন্যে মরে মরুক গে!
ব্যস্ত সবে নিজের আখের গোছাতে!