ল্যাংসেট ফ্লুক চালায় তাকে,
পিঁপড়াটি ঘাসের ডগায় উঠে আর নামে,
যেন কেউ হিপনোটাইজ করেছে তাকে!
ল্যাংস্লেট ফ্লুক ইচ্ছে করেই তাকে দিয়ে করায় তা!
যেন কোনও গরু বা ছাগল ঘাসের সাথে পিঁপড়াকেও গিলে,
এতে সেই ফ্লুকটি খুব সহজেই বংশ করে বিস্তার গরুর পেটে,
ঠিক একইভাবে নেমাটোমর্ফ হেয়ারওয়ার্ম,
ঘাসফড়িং এর মস্তিস্ককে সংক্রমিত করে।
ঘাসফড়িং পানিতে লাফিয়ে আত্মহত্যা করে,
প্যারাসাইটটির প্রজননে সুবিধা হয় তখন!