জীবনটা নীল কষ্টের মতন,
দেয় দুঃখ, পোড়ায় মন,
লাগে না ভালো আমার,
জীবন মানে বেদনা আর হাহাকার!
যেদিন গেলে চলে,
আমায় একলা ফেলে,
কেঁদেছি শিশুর মতন,
এই আমি তখন!
জীবনটা নীল কষ্টের মতন,
দেয় দুঃখ, পোড়ায় মন,
লাগে না ভালো আমার,
জীবন মানে বেদনা আর হাহাকার!
কেন দিলে ধোঁকা?
আঁকলে কেন কষ্টের রেখা?
প্রেমের বিনিময়ে দিলে ঘৃণা!
নিষ্ঠুর তুমি, হৃদয়হীনা!
জীবনটা নীল কষ্টের মতন,
দেয় দুঃখ, পোড়ায় মন,
লাগে না ভালো আমার,
জীবন মানে বেদনা আর হাহাকার!