গ্রামের সেই চিরসবুজ মেলা,
বাল্যকালের স্মৃতিবিজড়িত সোনালি ক্ষণ,
বাতাসা, মাটির ময়না, খেলনা গাড়ি,
সাপসহ কত না বাহারি জিনিস কিনে বাড়ি ফেরা!
দিন রাত সেইসব খেলনাকে,
পরম যতনে আগলে ধরে রাখা,
ঝিনুকের বুকে সুরক্ষিত মুক্তার মতন,
কি সুন্দর ছিল সেই দিনগুলি!
শহরের বুকে আছড়ে পড়েছি ঠিকই,
মন আজও ছোটবেলার সেই আনন্দের মাঠে রোদ পোহায়!